![]() |
Gobhir Joler Maach 2023 Bengali WEB Series Download |
বাংলা ওটিটি প্ল্যটফর্মে হইচই এখন শীর্ষে রয়েছে। এই ওটিটি প্ল্যাটফর্মের প্রত্যেকটি সিরিজ জুড়ে রয়েছে নতুন নতুন গল্পের মোড়ক। সেরকমই এক সিরিজ আসতে চলেছে ফেব্রুয়ারি মাসে। প্রেমের মরশুম শুরু হওয়ার মধ্যেই ভাঙন ধরবে চার দম্পতির জীবনে। আর চারজন নারীর সেই কাহিনি নিয়েই আসতে চলেছে 'গভীর জলের মাছ'।
বাংলা ওটিটি প্ল্যটফর্মে হইচই এখন শীর্ষে রয়েছে। এই ওটিটি প্ল্যাটফর্মের প্রত্যেকটি সিরিজ জুড়ে রয়েছে নতুন নতুন গল্পের মোড়ক। সেরকমই এক সিরিজ আসতে চলেছে ফেব্রুয়ারি মাসে। প্রেমের মরশুম শুরু হওয়ার মধ্যেই ভাঙন ধরবে চার দম্পতির জীবনে। আর চারজন নারীর সেই কাহিনি নিয়েই আসতে চলেছে 'গভীর জলের মাছ'। চার নারী-পুরুষের গল্প বেঁধেছেন পরিচালক সাহানা দত্ত। সম্প্রতি এই সিরিজ নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
![]() |
Gobhir Joler Maach 2023 |
'গভীর জলের মাছ' সিরিজে দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা দত্ত, তৃণা সাহা, ঊষসী রায়, অনন্যা সেনকে। আর এঁদের স্বামীর ভূমিকায় দেখা যাবে প্রান্তিক বন্দ্যোপাধ্য়ায়, সৌম্য বন্দ্যোপাধ্য়ায়, যুধাজিৎ সরকার, রাজদীপ গুপ্ত, অর্পণ ঘোষাল সহ আরও অনেকে। সিনেমার ট্রেলার ইতিমধ্যেই সামনে এসেছে। যেখানে প্রত্যেক মেয়ে তাঁদের নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলেন। এরপরই শুরু হয় ভয়ানক খেলা। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে স্বামীদের প্রকৃত স্বভাব জানতে তিন স্ত্রী মিলে অন্যদের স্বামীদের কাছে যান। এরপরই শুরু হয় আসল টুইস্ট।
Post a Comment