অলক্ষ্মী'-দের গল্প নিয়ে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে হাজির নতুন ওয়েব সিরিজ।
ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে অলক্ষ্মীজ ইন গোয়া'-র (Olokkhis in Goa) ট্রেলার ও
গান। চার বন্ধুর এই গল্পের মিউজিক লঞ্চের জন্য করা হয়েছিল বিশেষ আয়োজন।
Effingutbrews ladies Night ও কিছু সঙ্গীতশিল্পীদের লাইভ পারফরম্যান্সের আয়োজনেও
করা হয়েছিল এই অনুষ্ঠানে। গোটা সন্ধে নজর কাড়ল, সুরে গানে মাতিয়ে রাখল নতুন
প্রতিভারা।
চার বন্ধু একসঙ্গে গোয়া যাবে.. এই পরিকল্পনা ছিল ছোটবেলা
থেকে। শেষমেষ এক বন্ধুর ব্যাচেলার পার্টিতে চার বন্ধু মিলে সফর শুরু হল। কিন্তু
নেহাত সরলরেখায় চলল না চার বন্ধুর এই যাত্রা। বাড়ি থেকে বাধা, ঘটনার ঘনঘটা, সব
পেরিয়ে তৈরি হল 'অলক্ষ্মী'-দের গল্প। জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত এই সিরিজে
রয়েছেন, প্রিয়ঙ্কা মন্ডল (Priyanka Mondal), প্রিয়ঙ্কা ভট্টাচার্য (Priyanka
Bhattacharyya), অনুরাধা মুখোপাধ্যায় (Anuradha Mukherjee) ও আভেরি সিংহ রায়
(Abheri Singha Roy)। এছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবরাজ
ভট্টাচার্য্য (Devraj Bhattacharyya)।
Post a Comment