তিথির অসুখ-Tithir Oshukh Full Web Series

তিথির অসুখ-Tithir Oshukh Full Web Series
তিথির অসুখ-Tithir Oshukh Full Web Series

তিথির অসুখ এক রহস্যময় অসুখ হয়েছে। সে অদ্ভুত সব স্বপ্ন দেখছে। স্বপ্নে যাকেই মরে যেতে দেখে তিথি, বাস্তবেও সে মারা যায়। এটা কি আদৌ কোনো অসুখ? নাকি অন্য কিছু? ওয়েব ফিকশন তিথির অসুখ-এ এবার অজানা কিছু অদ্ভুত রহস্য নিয়ে আসছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। আজ রাত আটটায় চরকিতে এটি মুক্তি পাবে।

চরকির পেজে ফিকশনটির ট্রেলার শেয়ার করে লেখা রয়েছে, ‘মৃতেরাও কি বুঝতে পারে মৃত্যুর কথা? আগে থেকে সাবধান থাকলেও কি বিপদ থেকে বাঁচা যায়? দুঃস্বপ্ন, মৃত্যু আর অজানা অদ্ভুত কিছু রহস্য...।’ বোঝাই যায় ফিকশনটিতে কিছু রহস্য আছে। কী রহস্য জানতে চাইলে তিথি চরিত্রের অভিনেত্রী তাসনিয়া ফারিণ বলেন, এটুকু বলব, ফিকশনটি দর্শকদের একটি রহস্যের জালে আটকে ফেলবে। থ্রিলার গল্পে অভিনয়ের সুযোগ খুব কমই পেয়েছি। এই গল্পের শুটিং করতে গিয়ে অদ্ভুত কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। শুটিংয়ের পরিবেশটাও ছিল ছমছমে। ইতিমধ্যে ট্রেলার দেখে অনেকেই প্রশংসা করেছেন। আশা করছি গল্পটি দর্শক পছন্দ করবেন।’

শতাধিক নাটক নির্মাণ করলেও এবারই প্রথম স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করলেন ইমরাউল রাফাত। দুই বছর আগে গল্পটির মূল ভাবনা প্রথম তাঁর মাথায় আসে। তাঁর মনে হয়েছিল, গল্পটার মধ্যে একটা চমক আছে, অসাধারণ মানবিক বিষয় আছে, পরতে পরতে যার জট খুলবে। তার পর থেকেই গল্পটার পেছনে দীর্ঘ শ্রম দিয়েছেন রাফাত। 


Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Distributed by H100movie Templates | Designed by h100movie