সন্দীপন ও শর্মিলা স্বামী-স্ত্রী। তাঁদের সম্পর্কে টানাপোড়েন রয়েছে। অফিসের এক সহকর্মীর সঙ্গে সম্পর্ক নিয়ে তাঁদের মধ্যে সমস্যা শুরু হয়। এই ৩ জনেই জড়িয়ে পড়ে একটা খুনের সঙ্গে। ওসি বীরেশ্বর হাজরার সঙ্গে জড়িয়ে পড়েন সবাই। এরপর? এই প্রেক্ষাপটেই এগিয়ে যাবে অনিমেষ বসু-এর নতুন ছবি 'তৃতীয়'।
এই ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে জয় সেনগুপ্ত (Joy Sengupta)-কে। পর্দায় তাঁর চরিত্রের নামই সন্দীপন। জয়ের স্ত্রীর চরিত্রে দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)-কে। ওসি বীরেশ্বরের ভূমিকায় থাকছেন রজতাভ দত্ত (Rajatabha Dutta)। এছাড়াও এই ছবিতে দেখা যাবে সম্পূর্ণা লাহিড়ী, বোধিসত্ত্ব দত্ত ও অন্যান্যরা। নন্দিনীর চরিত্রে অভিনয় করেছেন সম্পূর্ণা।
এই ছবি সম্পর্কে পরিচালক অনিমেষ বসু জানিয়েছেন, এই ছবি সম্পর্কের টানাপোড়েনের গল্প বলবে। কিন্তু এই ছবির প্রত্যেক মোড়ে রয়েছে ট্যুইস্ট। রয়েছে এক খুনের রহস্যও। ইতিমধ্যেই ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে।
Post a Comment