ওয়েব সিরিজ কারাগার ২

ওয়েব সিরিজ কারাগার ২



অগস্ট মাসে নড়েচড়ে বসেছিল গোটা টালিউড। বাংলাদেশ এমন এক ওয়েব সিরিজ স্ট্রিম করা শুরু করে, যে মুখে মুখে ছড়িয়ে পড়ে ‘এমন ওয়েব সিরিজ় বাংলায় আগে হয়নি’।

ধীরে ধীরে ‘কারাগার’-এর জনপ্রিয়তা দুই দেশেই সমান ভাবে ছড়িয়ে পড়ে। চঞ্চল চৌধুরীর নির্বাক অভিনয় মুগ্ধ করেছিল সব বয়সের দর্শককে।খবর আনন্দবাজার পত্রিকার।

এই সিরিজ এবং চঞ্চলকে নিয়ে উন্মাদনা এতটাই বেশি ছিল যে, তার আঁচ গিয়ে পড়েছিল বাংলাদেশ চলচ্চিত্র উৎসবেও।

চঞ্চল অভিনীত ‘হাওয়া’ দেখতে দর্শকরা লাইন দিয়েছিলেন তিন-চার ঘণ্টা ধরে। সেই সিরিজের দ্বিতীয় পর্ব আসছে ‘হইচই’-এ। ২২ ডিসেম্বর থেকে শুরু স্ট্রিমিং।

‘কারাগার পার্ট ওয়ান’-এ রহস্য ঘনাচ্ছিল। ১৪৫ নম্বর সেলের কয়েদি আসলে কে? সে কি সত্যিই বোবা? কী করে এল জেলের ভিতর? সে কি সত্যিই ২৫০ বছর ধরে বেঁচে রয়েছে? জেলার মোস্তাকের ছেলের গল্পটাই বা কী? মাহার বাবা কে? নানা প্রশ্ন দানা বেঁধেছিল দর্শকের মনে। কিন্তু এই পর্বে সেই প্রশ্নের উত্তরগুলি মিলছে।

তবে ‘কারাগার পার্ট টু’ দর্শকের মনে জিতে নেবে দুই কারণে। এক অভিনয়, দুই মেকিংয়ে। চঞ্চলের মুখে এবার অনেক সংলাপ জুড়লেও তার চোখ অভিনয় করা থামায়নি।

মোস্তাকের চরিত্রে ইন্তেখাব দিনার, কিংবা আশফাকের চরিত্রে এফ এস নাঈম বা মাহার চরিত্রে তাসনিয়া ফারিন আগের পর্বেও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিলেন।

এই সিজনে বিশেষ করে চোখে পড়বে জল্লাদ এবং রাজুর চরিত্রটা। এই সিরিজের বিপুল জনপ্রিয়তার পিছনে অনেকটাই কৃতিত্ব রয়েছে অভিনেতাদের।




হাওয়া মুভি : 

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Distributed by H100movie Templates | Designed by h100movie